View Question 2040 views

Subject : হাতিয়া নদী ভাঙ্গার প্রসঙ্গে

Avatar

Written By : FARVEZ MAHMUD

আমি সর্ব প্রথম হাতিয়ার জনগনের সরাসরি ভোটে নির্বাচিত সাংসদ জনাবা আয়েশা ফেরদাউস এমপিকে হাতিয়ার ৬ লক্ষ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক  অভিনন্দন জানাচ্ছি। ২০১৪ সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে আমার হাতিয়ার এমপি অনেক ধরনের উন্নয়ন করেছেন।বিশেষ করে স্কুল, কলেজ, রাস্তাঘাট,কালবার্ট,সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন মুলক কাজ করেছেন।তার জন্য আমি হাতিয়াবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি l কিন্তু হাতিয়া একটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি জনবহুল দ্বীপ। এই দ্বীপের মানুষের প্রধান সমস্যা নদীভাঙ্গন! আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে জানতে চাই হাতিয়ার নদী ভাঙ্গন রোধে কবে, কখন কোন পদক্ষেপ নিবেন কিনা?

Best Regards

FARVEZ MAHMUD