View Question 2853 views

Subject : অবহেলিত চরকিং ইউনিয়নে ২ টি কাচা রাস্তা পাকা করার প্রসঙ্গে

Avatar

Written By : Md.Rashed Mosharrof

প্রথমে আমি আমার এলাকার মাননীয় সংসদ সদস্যকে হাতিয়া ৬ লক্ষ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গত তিন বছরে আপনি হাতিয়ার সব জাগায় অবকাঠামো গত উন্নয়ন করেন। কিন্তুু আমার এলাকা ৬নং চরকিং ইউনিয়নে উল্লেখযোগ্য কোন রাস্তাঘাট করা হয় নাই। আমি আপনার কাছে বিনীত ভাবে বলতে চাই হাতিয়ার অন্যান্য ইউনিয়নের মত আমার এলাকায় ব্রীজ  বাজার থেকে ভৈরব বাজার  ৩ কি.মি. এবং ব্রীজ বাজার থেকে জনতা বাজার ৪ কি. মি. রাস্তা পাকা করার ব্যাপারে  অাপনি কি কি ব্যবস্থা নিবেন?