View Question 2634 views

Subject : নদী ভাঙ্গনের প্রতিকার

Avatar

Written By : Sarowar Hossain Hridoy

মাননীয় এমপি মহোদ্যা

প্রথমেই আমার সালাম নিবেন। আমি আপনার একজন একনিষ্ট কর্মী। 

হাতিয়াকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য ব্লক বাঁধ নির্মানের ব্যপারে বহুদিন থেকে বিভিন্ন পরিকল্পনার কথা লোকমুখে শুনে আসছি। কিন্তু নির্ভরযোগ্য কোন সূত্র থেকে বিশ্বাসযোগ্য কোন তথ্য হাতিয়ার নদী ভাঙ্গন কবলিত ও ভাঙ্গন আতংকগ্রস্থ মানুষ পাচ্ছেনা। মাননীয় এমপি মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই নদী ভাঙ্গন রোধে কার্যকর কোন উদ্যোগ আদৌ সরকারের বিবেচনায় রয়েছে কিনা এবং থাকলে সেটি কবে নাগাদ আলোর মুখ দেখবে? তাছাড়া আমরা যে ৮ কিঃ মিঃ ব্লকের কথা শুনতেছি তা কি আশার আলো দেখব?

বিনীত,

Sarowar Hossain Hridoy