View Question 2336 views

Subject : হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা বসবাসের জন্য সরকার যে উদ্যেগ নিয়েছে, তা কি অামাদের হাতিয়ার মানুষের জন্য একটা সমস্যা কিনা?

Avatar

Written By : Fahima Tabassum

অামি প্রথমে অামার এলাকার মাননীয় সংসদ সদস্য কে  সালাম জানাচ্ছি। গত কয়েক মাস ধরে বাংলাদেশের প্রধান সমস্যা হল  মায়ানমার থেকে অাসা রোহিঙ্গা  বিষয়টি । যদিও  বিশ্বে এখন এ বিষয়টি নিয়ে অালোচনা হচ্ছে, কিন্তু কোন সমাধানের পথ বের হয় নাই। ইতোমধ্যে অামরা  জানতে পেরেছি সরকার রোহিঙ্গাদের কে অামাদের হাতিয়ার ভাসানচরে  বসবাসের জন্য নির্ধারণ করেছে। তাই  অামি এমপি মহোদয়ের কাছে জানতে চাই  এ সিদ্বান্ত কি হাতিয়ার মানুষের অশান্তির কারণ হবে কিনা?