View Question 2165 views

Subject : TECHNICAL EDUCATION

Avatar

Written By : Meftaul Ferdous

কারিগরি শিক্ষা বিষয়ে
মাননীয় সংসদ সদস্য মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি মেফতাউল ফেরদৌস ,আপনার নির্বাচনী এলাকার একজন সাধারণ নাগরিক। বর্তমানে চট্টগ্রামস্থ একটি পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে শিক্ষকতা করছি । আপনার সুদক্ষ পরিচালনায় হাতিয়ায় উন্নয়নের ছোঁয়া বইলেও এখনো পর্যন্ত  আপনার নির্বাচনী এলাকায় কোন ভোকেশনাল স্কুল কিংবা পলিটেকনিক ইনস্টিটিউট নেই। ফলে হাতিয়ার ছয় লক্ষাধিক মানুষ এই গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের সরকার কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তাই এই বিষয়ে আপনার কোন পরিকল্পনা আছে  কিনা তা জানানোর অনুরোধ করছি।