View Question 5130 views

Subject : হাতিয়ার ৬ লক্ষ মানুষ বিদ্যুতের অাওতায় অাসবে কি?

Avatar

Written By : Meskat Hossen Robin

প্রথমে অামি অামার এমপি মহোদয় কে হাতিয়ার ৬ লক্ষ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হাতিয়া একটি দ্বীপাঞ্চল, তাই হাতিয়ায় বিদ্যুৎতের ব্যবস্থার জন্য মাননীয় এমপি মহোদয় কি কি ব্যবস্থা নিবেন।

Avatar

Written By : Ayesha Ferdaus -আয়েশা ফেরদাউস

Public

প্রথমে অামি অামার নির্বাচনি (হাতিয়া) এলাকার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সে সাথে" অামার এমপি ডট কম "এর চেয়ারম্যান ও সব অ্যাম্বাসেডরদের কে অভিনন্দন জানাচ্ছি। বিদ্যুৎ সর্ম্পকে মূল্যবান প্রশ্ন করার জন্য মেশকাত হোসেন রবিন কে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অাজ বিদ্যুৎতের অালোয় অালোকিত। হাতিয়া বাংলাদেশের মূল ভূখন্ড থেকে অালাদা একটা দ্বীপ। অার অতীতে বিএনপি জামাত হাতিয়ার উন্নয়নের জন্য কোন কাজ করে নাই। অামরা এখন পাওয়ার হাউজ (জেনারেটর) দ্বারা হাতিয়া পৌরসভায় বিদ্যুৎ দিচ্ছি, গত ১৪তারিখে অারো দুইটি জেনারেটরের অনুমোদন দিয়েছে বিদ্যুৎ মন্ত্রনালয়, যা দিয়ে বড় বড় বাজার গুলোতে অামরা বিদ্যুৎ দিতে পারবো। অামরা অারো অানন্দিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী হাতিয়াতে বিদ্যুৎ দেয়ার জন্য হাতিয়াকে জাতীয় বিদ্যুৎ গ্রীডে যুক্ত করার জন্য মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন। সে প্রেক্ষীতে অাগামী ৩মার্চ মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাতিয়া অাসবেন। ধন্যবাদান্তে.. আয়েশা ফেরদৌস এমপি, নোয়াখালী-৬হাতিয়া।