আমি অাব্দুল্লাহ আল ফয়সাল। আপনার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর একজন স্থায়ী বাসিন্দা। লক্ষ্মীপুর শহরের ৭নং ওয়ার্ডের কলেজ রোডে আমার বাসা।
এমপি হিসেবে আপনার মত একজন যোগ্য ব্যক্তিকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত । বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করে দিয়েছেন আপনার সময়ে, কিন্তু দূর্ভাগ্য এর বড় একটা অংশের জমি অধিগ্রহন এখনো শুরুই করা হয়নি ! !
তারমধ্যে অন্যতম
১. মজু চৌধুরীর হাট নৌ-বন্দর
২. লক্ষ্মীপুর স্পেশাল ইকোনমিক জোন
৩. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (LSTU) প্রতিষ্ঠা
৪. লক্ষ্মীপুর - ঢাকা & চট্টগ্রাম ৪ লেন জাতীয় মহাসড়ক নির্মান
৫. নোয়াখালীর চৌমুহনী - লক্ষ্মীপুর এর রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারন
উল্লেখ্য, এই ৫টি প্রকল্পের বাস্তবায়ন ঘটলে পুরো লক্ষ্মীপুর জেলার চেহারাই পাল্টে যাবে !!
তাই, আমার প্রশ্ন আপনার নিকট, "ঠিক কবে নাগাদ এই সকল প্রকল্পের কাজ দৃশ্যমান হবে & লক্ষ্মীপুরে এই সকল কাজের ক্ষেত্রে ধীরগতি হওয়ার কারন কি?"