View Question 1920 views

Subject : রামগড় পর্যটন শিল্প ধংসের পথে আমরা তা বাচাতে চাই।

Avatar

Written By : Faisal Alam

আমাদের রামগড় পর্যটকদের জন্য পছন্দের ছিলো বিশেষ করে ঝুলন্ত ব্রিজ ও লেকের  যথেষ্ট নাম ডাক ছিলো কিন্তু বিগত বছর গুলোতে তা ধংস হয়েছে নিরবে যেন দেখার কেউই নেই? আসলেই কি কেউ নেই দেখার মত? আমরা চাই  আবারো প্রাণবন্ত হয়ে উঠুক আমদের রামগড় অরাজনৈতিক ও উন্মুক্ত হোক সবার জন্য। আপনি আমাদের মাননীয় MP সাহেব আপনি কি পদক্ষেপ নিয়েছেন আমাদের পর্যটন শিল্প নিয়ে? রামগড়ের অনেক গৌরবগাথা ইতিহাস আছে আমরা তা অক্ষুন্ন রাখতে চাই...... 

আমরা জানতে চাই  আপনার পদক্ষেপ কি? 

Best Regards

Faisal Alam