View Question 1933 views

Subject : চাকুরীতে নিয়োগ নিয়ে বিড়ম্বনা এবং স্থানীয়দের নিয়োগ না দেওয়া।

Avatar

Written By : Abdullah al Forman

জনাব,

আসসালামু আলাইকুম। আমি আপনার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর একজন ভোটার। অত্র এলাকার আর্থ সামাজিক উন্নয়নে আপনার পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে এই এলাকায় প্রচুর কল-কারখানা গাড়ে উঠেছে।  যা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জোগান দিচ্ছে। এইসব কল-কারখানার শব্দে আমাদের ঘুম ভাঙে, এসবের নিরবতাতেই ঘুমোতে যাই। কিন্তু দুঃক্ষের বিষয় হল এসব কল-কারখানায় স্থানীয়দের নিয়োগ দেওয়া হচ্ছে না। এমনকি অনেক প্রতিষ্ঠানে মালিকের নিজ নিজ এলাকার মানুষ ছাড়া অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় না। যার ফলে এলাকায় দিন দিন বেকারত্ব বারছে। বেকার যুবকের হতাশ হয়ে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে।

 মহোদয়ের এ বিষয়টি জানা আছে কি না জানতে ইচ্ছে হয়।

 বিনীত,

আব্দুল্লাহ আল ফরমান।