View Question 2229 views

Subject : রাস্তা সংস্কারের আবেদন

Avatar

Written By : Md Imran Hossain Anna

আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন।মাননীয় এমপি মহোদর আপনি অবগত আছেন যে,জাহাজ ভাঙ্গার কারখানা একমাত্র সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। লাখ লাখ মানুষ এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে।ব্যাপক হারে এই শিল্পের উন্নয়ন হলেও কিছু কারণে তা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে।এই জাহাজ কারখানার সংযুক্ত সড়ক গুলোর বেহাল দশা।সারাবছর পাথর ফেলে গাড়ি চলার উপযোগী করলেও বর্ষায় পাথর ওঠে পানি জমা,শীতে বালি এসব দিন দিন ভোগান্তি বাড়িয়ে তুলছে। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টা থাকলেও এই শিল্প উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বরাবরই গাফিলতি থেকে যাচ্ছে। আশা করি সরকারি এবং শিপ মালিকের সহায়তায় রাস্তাগুলো দীর্ঘমেয়াদি টেকশই হবে এমন রাস্তার কাজ শুরু করে মানুষের চলাচলের উপযোগী করে ভোগান্তি থেকে মুক্তি দিবেন। 

৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ,১নং ওয়ার্ড।(উভয়ই শিপ  রাস্তা)