View Question 1863 views

Subject : ডাকাতের ভয়ে আতঙ্কিত পুরো সীতাকু্ন্ড বাসীর প্রসঙ্গে ।

Avatar

Written By : Raju Chowdhury

প্রিয় স্যার, 

ডাকাতের ভয়ে আতঙ্কিত পুরো সীতাকু্ন্ড বাসী। একের পর এক চলছে ডাকাতি। দিনকেদিন উন্নয়নের মাধ্যমে হয়ে উঠছে গ্রামগুলো শহর, এজন্যই মাননীয় প্রধানমন্ত্রী , ,মন্ত্রী ও এমপি মহোদয়কে সবিনয়ে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি । এখন সে শহরে যদি রাত জেগে ডাকাত পাহারা দিতে হয় তাহলে সে শহরের মূল্যই কি ! দেশের যেখানে বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রমে অব্যাহত রয়েছে, সেখানে এসব কিছু কর্ম কান্ড দেশের সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। এসব কুলাঙ্গারদের আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

 

ধন্যবাদ্যন্তে,

আমি একজন সীতাকুন্ডবাসী ।