View Question 2565 views

Subject : স্থানীয় রাস্তা ঘাটের দুর্দশা সম্পর্কিত।

Avatar

Written By : AmarMP Admin

কাপ্তাই রোড়ের কুয়াইশ কলেজ গেইট হয়ে ভরাপুকুর, হারুন চেয়ারম্যান ঘাটা ও কামাল চেয়ারম্যান ঘাটার মাঝামাঝি স্পট, নজুমিয়া হাটের ইসলামী ব্যাংক সম্মূখস্থ স্পট এবং নেয়ামত আলী রোডের মাইজ পাড়ার স্পটগুলো দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু স্পটগুলোর দুরবস্থার কারণে এলাকার জনগণের দু:খ দূর্দশার অন্ত নেই। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি গনের অনীহা,অবহেলা ও যথাযথ তদারকি না করাকেই দায়ী করছেন এলাকাবাসী।আমার এমপি ডট কমের মাধ্যমে এ বিষয়টি চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে জানিয়েছেন জাকারিয়া জিতু নামে এক নাগরিক। জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে জনগণের দুর্দশা লাঘবের দাবি জানান জাকারিয়া জিতু।