চট্টগ্রামের রাংগুনীয়া থানা অধীন পশ্চিম শিলক গ্রামের ৩নং শিলক ইউনিয়নে এক সংখ্যাল্গু পরিবারের উপর ৩ং শিলক ইউনিয়ন পরিষদের মেম্বার ও তাঁর সহযোগীরা হামলা চালিয়ে ঐ পরিবারের জায়গা দখল করেছে...এই ব্যাপারে আপনার সহায়তা বা পরামর্শ কামনা করছি...
"চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলা ৯নং শিলক ইউনিয়নের ঐতিয্যবাহী বৌদ্ধপল্লী পশ্চিম শিলক তালুকদার পাড়ায় নেপাল বড়ুয়া এবং অকুল বড়ুয়া তথা(উপেক্ষা পাল ভিক্ষুর)বসতবাড়ির মাঝখানে নেপাল বড়ুয়ার বাড়ির ঘেরাবেড়া ভেংগে পুকুর ভরাট করে স্থানীয় কিছু কুচক্রি মহল ৩নং ওয়ার্ড মেম্বারের সার্বক্ষণিক সহযোগিতায় গত ০৯-০৫-২০১৭ তারিখ বিকাল দুইটা হতে জোরপূর্বক বেআইনি ভাবে জমি দখল করে রাস্তা নির্মান করে, এই ব্যাপারে স্থানিয় বৌদ্ধরা প্রতিবাদ করিলে তারা দা চুরি নিয়ে হাংগামা করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এ ব্যাপারে স্থানিয় চেয়ারম্যান কে জানাইলে অপারাগত প্রকাশ করে আইনের আশ্রয় নিতে বলে। নেপাল বড়ুয়া নিরুপায় হয়ে রাংগুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তেরর জন্য রাংগুনিয়া থানা থেকে শিলক উপথানার এস আই আব্দুল গোফরান কে দায়িত্ব দেওয়া হয় এস আই সরেজমিনে তদন্ত করে এমন বেআইনি কার্যকলাপের জন্য স্থানিয় মেম্বারকে তিরস্কার করে চলে যান পুলিশ চলে যাবার পর থেকে মেম্বারের অনুসারীরা দপায় দপায নেপাল বড়ুয়ার বাড়িতে এসে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। বর্তমানে নেপাল বড়ুয়া ও উপেক্কা পাল ভিক্ষু) পরিবার খুবই আতংকের মধ্য কাল যাপন করছে।তাই তিনি সচেতন মহলের প্রতি আইনি প্রক্রিয়ার সহযোগিতা প্রার্থনা করছে।" দীপক চৌধুরীর ভাষ্য।