View Question 2137 views

Subject : নিমতলী,বড়পোল,নয়াবাজার,সাগরিকা,অলংকার,এ কে খান মোড়ে ফুট ওভার ব্রীজ নির্মাণের আবেদন।

Avatar

Written By : Avijit Kumar Nath

মাননীয় এমপি মহোদয়,

সালাম নিবেন। 

আপনার সংসদীয় এলাকা চট্টগ্রাম -১০ সমগ্র বাংলাদেশের একটি মহাগুরুত্বপূর্ণ এলাকা।শিক্ষা,শিল্পে এই এলাকার গুরুত্ব অপরিসীম।২ টি মহাব্যস্ত সড়ক পোর্ট কানেক্টিং রোড ও ঢাকা ট্রাংক রোড এই এলাকায় আছে।সারাদিন স্কুল,কলেজ,অফিস গামী সাধারন মানুষদের এই সড়ক পারাপার করতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে।এই এলাকার ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড় নিমতলী,বড়পোল,নয়াবাজার,সাগরিকা,অলংকার,এ কে খান এ সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।অনেক নিরীহ মানুষ মারা গেছেন এই সব মোড় পার হওয়ার সময়।তাই নিমতলী,বড়পোল,নয়াবাজার,সাগরিকা,অলংকার,এ কে খান মোড়ে ফুট ওভার ব্রীজ নির্মাণ করাটা সাধারন মানুষের প্রাণের দাবী।বিনীত নিবেদন, মাননীয় এমপি, আপনি আমাদের এই সমস্যার দিকে সুনজর দেবেন। আমাদের এই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দ্রুত ফুট ওভার ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

ধন্যবাদ।