View Question 2183 views

Subject : মসজিদ থেকে ধর্মিয় উশকানি দেওয়া হচ্ছে। কাকে জানাবো?

Avatar

Written By : md.niaj imran

স্যার,

আসসালামুয়ালিকুম

আপনার এলাকার বউ বাজারস্থ ( মাইট্টাইল্লা পাড়ার দিকে যাওয়ার পথে) মসজিদটি জামাত শিবিরের কেন্দ্রে পরিণত হয়েছে। এইখান থেকে জুমার নামাজের অওয়াজের নামে ধরমিও উশকানি দেওয়া হচ্ছে। যা ইসলাম পরিপন্থি এবং বাংলদেশের আদর্শ ও সার্থ বিরোধি। দয়া করে আপনি নিজেই যাচাই করে বেবস্থা নিন।