View Question 2160 views

Subject : আওয়ামীলীলের দোহাই দিয়ে আপনার বাস্তবায়ন করা মাছিরপাড়া বাঙ্গালী ব্রিজের নিচ থেকে বালু বিক্রি প্রশঙ্গে

Avatar

Written By : Md Rahatur Rahman Jiko

মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়,

প্রথমে আমার সালাম নিবেন। আশাকরি ভালো আছেন। আপনার মতো বিশাল মন ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে এমপি হিসেবে পেয়ে আমরা গর্বিত। আপনাকে আবারো আমাদের আসনের অভিভাবক হিসেবে পাবো ইনশাআল্লাহ।

মাননীয় সংসদ সদস্য মহোদয়  আপনি  আমাদের গ্রামে অনেক উন্নয়ন  কর্মকাণ্ড করেছেন এবং সেগুলো মাইল ফলক  হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনার কাছে আমাদের মাছিরপাড়া গ্রামবাসীর আর কোনো কিছু চাওয়ার নেই। ২৮কোটি টাকা ব্যয়ে আপনার বাস্তবায়ন করা বাঙ্গালী  ব্রিজের নিচ থেকে  আপনার ও দলের দোহাই দিয়ে  দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেবডাঙ্গা সাংগঠনিক ইউনিয়ন শাখার সেক্রেটারি,ওয়ার্ড সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সহ  গুটিকয়েক লোক প্রতিদিন কমপক্ষে ১৫০ট্রাক বালু  বিক্রি করছে যা গ্রামবাসীর মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এ কারণে জনসাধারণ দলের ওপর আস্থা হারিয়ে ফেলেছে যা সামনে নির্বাচনে অনেক প্রভাব ফেলবে। উল্লেখ্য  ব্রিজের নিচে তাদের বাপদাদার একহাত জমিও নেই  এবং উপজেলা আওয়ামীলীগের  স্থানীয় সাংগঠনিক সম্পাদক ও এই অবৈধ কাজের সাথে পরোক্ষভাবে জড়িত। এ অবস্থায় আপনার ঘটনাস্থল পরিদর্শন ও হস্তক্ষেপ গ্রামবাসীদের একান্ত কাম্য।

পরিশেষে উক্ত কারণে গ্রামবাসীদের মনে বিরূপভাব দূরীকরণ ও আপনার বাস্তবায়ন করা ব্রিজটি রক্ষার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

বিনীত,

মোঃরাহাতুর রহমান জিকো