View Question 1795 views

Subject : বালু উওলনের ফলে নদী ও ফসলি জমি ভাঙ্গন প্রসঙ্গে।

Avatar

Written By : Obaidul haque

মাননীয় সংসদ সদস্য।

জনাব হাবিবুর রহমান (বগুড়া-৫)
 
সালাম নিবেন। আমরা আপনার সংসদ আসনের ধুনট থানার বিলকাজুলী গ্রামের বাসিন্দা। গ্রামের পশ্চিম পাশে বহমান বাংগালী নদীতে গত ২ বছরে বালু উওলনের ফলে নদীর দুপাশের ফসলি জমি বিপুল পরিমান ভেঙ্গেছে। শক্তিশালী ড্রেজার মেশিনে বালু উত্তলনে হিন্দু শ্মশান সহ বেশ কয়েক একর জমি নদী গর্ভে চলে গেছে। স্থানীয় বসতি বাড়িঘর এখন ভাঙ্গনের মুখে। এই বিষয়ে নানা সময়ে স্থানীয় নেতৃবৃন্দ, বালু মহালের সংশ্লিষ্ট ব্যাক্তি বর্গকে নানা ভাবে আমাদের সমস্যার কথা জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি। উক্ত জন সমস্যার দ্রুত সমাধান কল্পে আপনার সরাসরি সাহায্য কামনা করছি। সাথে নদী ভাংগনের ছবি যুক্ত করিলাম।
অনুরোধে,
বিলকাজুলী গ্রামবাসী।