View Question 2324 views

Subject : ধুনট -শেরপুর রোডের বেহাল অবস্থা প্রসংগে

Avatar

Written By : জাকারিয়া

জনাব,

আপনার নির্বাচনী এলাকার প্রধান সংযোগ  সরক যেটা ধুনট শেরপুর রোড নামে পরিচিত,  যেটা বিগত ৩/ ৪ বছর যাবত অবহেলাপূর্ণ অবস্থায় আছে।  বিভিন্ন যায়গায় খানা খন্দে পূর্ন।   যেখানে ২৫-৩০ মিনিট সময় লাগত সেখানে অনেক সময় ৫৫-৬০ মিনিট ও সময় লাগে পরিবহণ করতে। আর অসুস্থ রোগিদের জন্য এ রাস্তা একটি পুলসিরাত সম।  একটি এলাকার উন্নয়ন নির্ভর করে সে এলাকার যোগাযোগব্যবস্থার উপর।  এছাড়া জামাল পুর সরিষা বাড়ির সার কারখানার সার এই পথ নিয়েই উওর বংগের বিভিন্ন যায়গায় যায়। তাই এ রাস্তা কে বানিজ্যিক রুট ও বলতে পারেন।  তাই জনাবের সমীপে এলাকাবাসীর পক্ষ থেকে অকুল আবেদন রাস্তার কাজ দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।