View Question 2440 views

Subject : বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রসঙ্গে

Avatar

Written By : Md. Rafinur Rahman

মাননীয় এমপি মহোদয়,

আসসালামু  আলাইকুম।  আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনার বগুড়া সদর আসনের একজন বাসিন্দা। আপনার সদয় দৃষ্টি আকর্ষণের জন্য আপনার কাছে জানতে চাই -

আমাদের বগুড়া সদর  উপজেলার  এগারো টি ইউনিয়নে অনেক বেকার যুবসমাজ আছে এবং তা দিন দিন বেড়ে চলছে । তারা বেকারত্বের কারণে হতাশায় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বেছে নিচ্ছে অবৈধ পথ। আপনি জানেন, সরকার  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী'র  নামে বেকারদের কর্মসংস্থানে একটি কর্মসূচী চালু করেছে ।

আমাদের এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য এই ধরনের কোনো ব্যবস্থা নেয়া যেতে পারে কি এবং আপনার পক্ষ থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি বা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা আছে কি?

বিনীত
মোঃ রাফিনুর রহমান