Profile of Ali Reja

Avatar
About Me:

অামি একজন ডিপ্লোমা চিকিৎসক।সে হিসেবে মানুষের সেবা করা আমার ধর্ম।

বাবা-মা শিক্ষক সে হিসেবে মানুষকে শিক্ষা দেওয়া এবং নিজে নেওয়া আমার দৈনন্দিন কাজ।

সর্বপরি আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আর এই বাংলাদেশের নাগরিত্ব পেতে যাদের অবদান সেই মুক্তিকামী সৈনিকদের শ্রদ্ধাভরে স্বরন করি।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,বাঙালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আমার প্রতিটি কাজের অনুপ্রেরনা হিসেবে কাজ করে।

আমি মুসলিম।মুসলিম ধর্ম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম।সকলকে সেই শান্তি বজায় রেখে চলার প্রত্যায় ব্যক্ত করি।

District Manikganj
Seat Manikganj-1