Avatar
Sabuj Kundu,

আমার এমপি ডটকম এর 'এম বিলিয়ন্থ' পুরষ্কার অর্জন

আমরা অন্তত আনন্দের সাথে জানাচ্ছি যে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমার এমপি ডটকম’। ভারতের ডিজিটাল ফাউন্ডেশন এমপাওয়ারমেন্ট ইন্ডিয়ার (ডিএফই) এম বিলিয়ন্থ এওয়ার্ড নামের এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ১৯৬ টি সংগঠনের মধ্য থেকে ই-গভর্নেস ক্যাটাগরিতে ৭ টি সংগঠনকে মনোনীত করে। চূড়ান্তভাবে আমার এমপি ডটকমের সঙ্গে জিতেছে আই চেঞ্জ মাই সিটি ও সিলভার টাচ ইন। তবে আমার এমপি ডটকমই একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান।

68-joy.jpg (169 KB)

বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার এমপি’র এম বিলিয়ন্থ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারের আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় প্রেরিত এক ই-মেইলে ‘আমার এম পি’র এই আন্তর্জাতিক অর্জনকে অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন ‘আমার এমপি’র চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত।

 

68-tweet.png (125 KB)

আমার এম পি টিম এবং শুভানুধ্যায়ী  সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 

বিভিন্ন মিডিয়াতে আসা নিউজ গুলো নিচে দেওয়া হলঃ

  1. http://www.channelionline.com
  2. http://www.prothom-alo.com
  3. http://bangla.bdnews24.com/
  4. https://www.manobkantha.com
  5. http://www.dailyjanakantha.us
  6. http://www.bbarta24.net

 

এই বিষয়ে অন্যান্য সংবাদ্গুলোঃ

  1. এমবিলিয়নথ এ্যাওয়ার্ড ’১৭ মনোনয়ন তালিকায় ‘আমার এমপি ডটকম’


2619 views