আমার এমপি ডটকমের পক্ষ থেকে শুরু হয়েছে ভিডিও ক্লিপের মাধ্যমে নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা জানানোর প্রতিযোগিতা। ওইসব সমস্যা ও সম্ভাবনার কথা জানানো হবে ওই এলাকার এমপিদের। প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ১০ জন বার্তা প্রেরকের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। একই সঙ্গে আমার এমপি ডটকমের পক্ষ থেকেও এমপিদের কাছে জানতে চাওয়া হচ্ছে তার এলাকায় করা ১০টি উন্নয়ন কর্মকান্ডের কথা, সেই সঙ্গে আমাগী ২ বছরের উন্নয়ন পরিকল্পনাও; জানাচ্ছেন তারা।
Source: The Daily Janakantha
Dr. Shirin Sharmin Chaudhury -ড. শিরীন শারমিন চৌধুরী Zunaid Ahmed Palak -জুনাইদ আহ্মেদ পলক #Bangladesh #Bangladesh News #News Coverage
কিশোরগঞ্জ -৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলায় (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) ব্যাপক উন্নয়ণ হয়েছে এবং হচ্ছে। আমার এমপি ডট কমের করা এক প্রশ্নের উত্তরে তিনি তার এলাকায় হওয়া ১২ টি উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে ধরেছেন। একই সঙ্গে জানিয়েছেন আগামী ২ বছরের উন্নয়ন পরিকল্পনা। ডিজিটাল মাধ্যমে গুরুত্বপূর্ণ এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন আমার এমপি ডটকমকেও।
Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক #Bangladesh #Bangladesh News #Haor #কিশোরগঞ্জ #হাওড়
সাত প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে সরকার দলীয় প্রার্থী গোলাম মোস্তফা আহমদ ও জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে। নির্বাচনে এই দুই প্রার্থীর তৎপরতাই বেশি। তাদের প্রচার প্রচারণাই চোখে পড়ার মতো। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তফা আহমেদ দাবি করেন পূর্বাঞ্চলের পাঁচটি ইউনিয়নে ভোটারদের বিপুল সমর্থন রয়েছে তার। এছাড়া গোটা উপজেলায় রয়েছে আওয়ামী লীগ সমর্থক হাজার হাজার ভোটার। একই সঙ্গে তিনি ২২ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ে তিনি কারো কোন ক্ষতি করেন নি। বরং মানবতাকমী মানব হয়ে পাঁশে দাঁড়িয়েছেন বিপদগ্রস্থ ও দু:স্থদের। ইউপি চেয়ারম্যান থাকাকালীন হতদরিদ্রদের সর্বাধিক সুযোগ সুবিধা দিয়েছেন। ব্যক্তিগত ভাবে ক্লিন ইমেজের অধিকারী এই প্রার্থী মনে করেন শুধু আওয়ামী লীগের নয়, সর্বস্তরের মানুষের ভোট পাবেন তিনি।
Golam Mustofa Ahmed -গোলাম মোস্তফা আহমদ Shameem Haider Patwary -শামীম হায়দার পাটোয়ারী #Amarmp #Amarmp.com #Bangladesh #Bangladesh Mp #Gaibandha #আমারএমপি #আমারএমপি ডট কম #গাইবান্ধা #সুন্দরগঞ্জ