News

AmarMP Admin,

আমার এমপির মাধ্যমে জনগণের সামনে আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি বাপ্পী

এ যেন এক নতুন বাংলাদেশ! ক্ষমতাবানদের কাছে মানুষের পৌঁছানোর কোন উপায় ছিল না এক সময়। সংসদ সদস্যদের নাগাল পেতে একজন সাধারণ মানুষকে কত অপেক্ষা করতে হয়েছে। ধরতে হয়েছে দালালদেরকে। কিন্তু যুগ পাল্টেছে। ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বর্তমানে অনেক কাজ সহজ হয়েছে। এরই ধারাবাহিকতায় অনলাইনের জনপ্রিয় মাধ্যম হিসেবে সবার সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে জনগণ এবং জনপ্রতিনিধিদের প্ল্যাটফর্ম আমার এমপি ডট কম। বর্তমানে দেশব্যাপী জনগণ এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পারিক সেতুবন্ধন এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করেছে অনলাইন ভিত্তিক ভিন্নধর্মী ওয়েব সাইট আমার এমপি ডট কম। খুব অল্প সময়েই দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে ওয়েব পোর্টালটি।

FAZILATUN NASA BAPPY -ফজিলাতুন্নেসা বাপ্পি
Sabuj Kundu,

নারী এমপিরাও একই ক্ষমতা প্রয়োগ করতে পারেন: এমপি বাপ্পি

আমার এমপি ডটকমের চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্তের করা এক প্রশ্নের উত্তরে সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট ফজিলাতুন নেছা বাপ্পি বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনের এমপিগণ সকল আইন অনুযায়ী একই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। জেনে থাকবেন যে নির্বাচিত হওয়ার পর সবারই একই অধিকার জন্মায়।’ আমার এমপি ডটকম ব্যবহার করে শুক্রবার তিনি এই উত্তর দেন।

FAZILATUN NASA BAPPY -ফজিলাতুন্নেসা বাপ্পি