View Question 2090 views

Subject : নাটোরের সিংড়া-গুরুদাসপুর সংযোগ সড়কের বেহাল দশা

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

নাটোরের সিংড়া-গুরুদাসপুর সংযোগ সড়কের বেহাল দশা আমাদের এক ভোলানটিয়ার পাঠিয়েছেন। দেশের অনেক রাস্তা এভাবেই রক্ষনাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এই বিষয়ে  সংশ্লিষ্টদের আরো বেশি নজর দেওয়ার প্রয়োজন নয়কি?

বিনীত

আমারএমপি