View Question 2372 views

Subject : টেক্সটাইল জ্ঞানকোষ তৈরিতে সহযোগীটার আহ্বান

Avatar

Written By : শাহাদাত হোসেন

জনাব , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রীর পদমর্যাদা অর্জন করায় আপনাকে শুভেচ্ছা । এবং নাটোরবাসী হিসাবে আমিও গর্বিত । আমি বর্তমানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , বরিশালে পড়াশুনা করছি । বর্তমান সরকারের ২১ রূপকল্প বাস্তবায়নের দেশে নানা উপযোগী সিদ্ধান্ত নেয়া হয়েছে । তার মধ্য একটি হল , দেশে তরুন সমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগান । দেশে উদ্ভাবনী মেলা , আর্থিক অনুদান প্রদান প্রভিতি । জনাব আপনাকে সামনাসামনি বিশেষ ভাবে পরিচিত নই , তবে উইকিপিডিয়ার ১০ম বর্ষপূর্তিতে আপনাকে দেখেছিলাম । কারন আমি একটি উইকি প্রকল্পের প্রশাসক । আমি বর্তমানে বাংলা ভাষায় টেক্সটাইল বিষয়ক এক জ্ঞানকোষ তৈরিতে কাজ করছি , যেখানে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে চলছি । টেক্সটাইল শিক্ষার্থী , গবেষক , ব্যবসায়ি , বায়ার ও এ সম্পর্কিত অন্যদের খুবই সহায়ক । উদ্যোক্তারা সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত এখানে থেকে নিতে পারবে । এই জ্ঞানকোষটি টেক্সটাইল সম্পর্কিত পড়াশুনাকে বিশ্বমানের করবে । ক্লাস সহায়িকা হবে । উদ্যোক্তারা তাদের সকল তথ্য এখানে খুঁজে পাবে , ফলে সকলের সময় ও শ্রম বাঁচবে । আর এই দক্ষ জনশক্তি বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরও উন্নত ও সমৃদ্ধ করবে । কিন্তু এই ধরনের জ্ঞানকোষের কাজ অনেক ব্যাপক , যা আপনি জানেন । বর্তমানে এই জ্ঞানকোষের কাজ এগিয়ে নিতে কোন আর্থিক সহায়তা ছাড়া আমার জন্য সম্ভব হচ্ছে না । এই জ্ঞানকোষ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার সুবিধার্থে সংযুক্তি হিসাবে info@zunaidahmedpalak.net হিসাবে দেয়া হয়েছে । এমতাবস্থায় আপনার সহযোগিতা একান্ত কাম্য । আর যদি সফল হই তবে এটাই হবে বাংলা ভাষার একমাত্র টেক্সটাইল জ্ঞানকোষ । আপনার সহযোগিতার প্রতীক্ষায় রইলাম ।