View Question 1889 views

Subject : আমাদের গ্রামে গ্রন্থাগার চাই

Avatar

Written By : Joy Kumar

মাননীয় মন্ত্রী মহাদয়,

আমি আপনার রাজশাহী-৬ আসনের চারঘাট থানার পাটিয়াকান্দি গ্রামের একজন সাধারণ ব্যক্তি। আপনার কাছে আমাদের গ্রামের জন্য একটি  গ্রন্থাগার চাই। গ্রন্থাকার চাওয়ার কারন হল, আমাদের প্রায় ২০০০ ভোটার সংখ্যক বিশাল  গ্রামে কোন গ্রন্থাগার নেই, এতে গ্রামের জ্ঞ্যানচর্চার কম হচ্ছে।বর্তমানে ছোট ছোট ছেলেমেয়েগুলো খারাপ মানুষদের সাথে ওরাও খারাপ হয়ে যাচ্ছে।আমরা কেউ চাইনা, প্রতিটা শিশু এইভাবে নষ্ট হয়ে যাক৷ আমরা গ্রামের ছেলেমেয়েরা উদ্যগ নিয়ে এদের বাচানোর চেষ্টা করব, এদের বইমুখো করার সর্বচ্য চেষ্টা করব। যদি আপনি একটি পাঠাগার বানিয়ে দিয়ে সহযোগিতা করতেন। ধন্যবাদ

শুভেচ্ছান্তে,

জয় কুমার

নেটোয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার

রানওয়ে ব্রডব্যান্ড