View Question 1686 views

Subject : জন্মনিবন্ধনের বয়স সংশোধনে দীর্ঘসময় ভোগান্তি প্রসঙ্গে।

Avatar

Written By : MD FAHIM FOYSAL

মাননীয় এমপি মহোদয়, আসসালামু আলাইকুম।

আমি আপনার নির্বাচনী এলাকা চারঘাট থানার একজন বাসিন্দা।  ইউনিয়ন পরিষদের ভুল ডেটা এন্ট্রির কারনে আমার জন্মসাল ভুল হয়। এটা সংশোধনের জন্য নির্ধারিত ফর্মে সকল কাগজপত্রের সংযুক্তি সহ রাজশাহী ডিসি অফিসে জমা দিই। গতবছর সেপ্টেম্বর মাসে সেটা জমাদিলেও তার কোন ফল পাওয়া যায় নি। এত দীর্ঘসময় লাগার কারন উদঘাটন সাপেক্ষে আপনি পদক্ষেম গ্রহন করবেন এটাই আমার প্রত্যাশা।

ধন্যবাদ।