View Question 3661 views

Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়,

আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।

বিনীত,

আমার এমপি ডট কম কর্তৃপক্ষ।

Avatar

Written By : Abdur Rahman Badi -আবদুর রহমান বদি

Public

ধন্যবাদ আমারএমপি ডট কম কর্তৃপক্ষকে।

গত ৮ বছরে উখিয়া-টেকনাফে উল্লেখযোগ্য উন্নয়নঃ

১. কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নির্মান কাজ শেষের পথে। আশা করছি আগামী মাসে এই সড়কের উদ্বোধন হতে পারে।
২. উখিয়া ও টেকনাফে থানার নতুন ভবন।
৩. উখিয়া ও টেকনাফে ফায়ার সার্ভিস স্টেশন নির্মান।
৪. উখিয়া হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করন।
৫. ইনানীতে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান।
৬. হ্নীলায় বিদ্যুত কেন্দ্র স্থাপন।
৭. সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মান।
৮. দুই উপজেলায় দুইটি আধুনিক ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র
৯. উখিয়া ও টেকনাফে ৪টি নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন।
১০. উখিয়া-টেকনাফে ছোট বড় প্রায় ৫০টির অধিক ব্রীজ নির্মান।

এছাড়াও আরো বিভিন্ন উন্নয়ন চলমান রয়েছে...

আগামী দেড় বছরে পরিকল্পনাঃ

১. টেকনাফ জালিয়ারদ্বীপ ও সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন স্থাপন।
২. টেকনাফে মুক্তিযোদ্ধা কমপ্লক্সের নির্মান কাজ চলছে।
৩. অসমাপ্ত সড়কের পাকাকরন কাজ সমাপ্ত করা।
৪. উখিয়া ডিগ্রী কলেজ ও টেকনাফ ডিগ্রী কলেজে নতুন ভবন নির্মান।
৫. বিদ্যুতের সমস্যা সমাধানে হ্নীলায় সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপন।

এছাড়াও আরো বৃহত্তর পরিকল্পনার মাধ্যমে উখিয়া টেকনাফকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

আবারো ধন্যবাদ।