FAZILATUN NASA BAPPY -ফজিলাতুন্নেসা বাপ্পি
Former/Previous MP
Seat-30 , Brahmanbaria
Bangladesh Awami League
Ambassador
No ambassador found for this MP
View Question 4741 views
Subject : স্থানীয় পর্যায়ে সংরক্ষিত নারী আসনের এমপিগনের ভূমিকা আছে কি?
Written By : SDG
Written By : FAZILATUN NASA BAPPY -ফজিলাতুন্নেসা বাপ্পি
ধন্যবাদ সুশান্ত দাস গুপ্ত কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য । সংরক্ষিত নারী আসনের এমপিগণ সকল আইন অনুযায়ী একই ক্ষমতা প্রয়োগ করতে পারেন । জেনে থাকবেন যে নির্বাচিত হওয়ার পর সবারই একই অধিকার জন্মায় । আমরা জানি যে সংরক্ষিত নারী আসন রাখা হয়েছে মূলধারায় সংযুক্ত হবার জন্য জাতির পিতা যা সংবিধানে যুক্ত করেছিলেন । আমরা জানি জেলা পরিষদ আইন ও উপজেলা পরিষদ আইন যথাক্রমে জেলা ও উপজেলার জন্য প্রযোজ্য । কোনো আইন প্রয়োগের বেলায় নারী এমপিদের নিবারিত করে না । এখানে কাজ ও জনগণের সেবাটাই মূখ্য । নারী এমপি নির্বাচিত হন সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আদেশ আইন অনুযায়ী ।