View Question 3180 views

Subject : তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট

Avatar

Written By : শওকত হোসেন

আসসালামু আলাইকুম।
 
মাননীয় সংসদ সদস্য, আমি নাটোর জেলার বাগাতিপাড়া থানার নাগরিক এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করছি। আপনি জানেন যে, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট এর যুগ। কিন্তু আমাদের এলাকার অধিবাসীরা তথ্যপ্রযুক্তিতে অনেক পিছিয়ে আছে। এলাকায় বা নাটোর জেলা শহরেও ব্রডব্যান্ড ইন্টারনেট নেই বলে অনেকে ঘরে বসে অনলাইনে কাজ করতে পারছে না।এই কারণে ফ্রিল্যান্সিং সহ অন্যান্য অনলাইন ভিত্তিক কাজে আমাদের এলাকা পিছিয়ে আছে। এলাকাবাসীর প্রত্যাশা, আপনার মাধ্যমে আমাদের এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে, এবং আমাদের জেলা প্রযুক্তিতে এগিয়ে যাবে।
 
এখন আমার প্রশ্ন হলো আপনার এরকম কোন পরিকল্পনা আছে কী?
 
ধন্যবাদান্তে,
বাগাতিপাড়া, নাটোর
 

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

Reply has been delivered by a VDO message.