View Question 3192 views

Subject : চাঁদপুর গ্রামের রাস্তা মেরামত প্রসঙ্গে

Avatar

Written By : Fojle Rabbi

মাননীয় সংসদ সদস্য , আপনাকে চাঁদপুর বাসীর পক্ষ থেকে অভিনন্দন । আপনি সম্ভবত জানেন যে দয়ারামপুর-সোনাপুর রোড থেকে চাঁদপুর পর্যন্ত যে পাকা রাস্তাটি চলে গেছে তা দীর্ঘদিন হল মেরামত করা হয়নি । ফলে রাস্তার বেশিরভাগ জায়গায় গর্ত গর্ত হয়ে গেছে এবং রাস্তা ভেঙ্গে গেছে । ফলে জনগণকে অসহনীয় দুর্ভোগে পড়তে হয়েছে ।  এই রকম পরিস্থিতিতে আপনার সুদৃষ্টি কামনা করছি । আপনি উক্ত রাস্তা মেরামতে কি কোন বাবস্তা গ্রহন করবেন ? জানালে কৃতজ্ঞ হতাম । ধন্যবাদ আপনাকে । বিনীত, ফজলে রাব্বী


Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নিজ নিজ এলাকার ভোটারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্যগণ। এবার নাটোরের কয়েকজন ভোটারের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। প্রশ্নগুলো করেন ফজলে রাব্বি, নিনাদ ও মোঃ সোহেল মাহমুদ। অডিও বার্তার মাধ্যমে তাদের করা তিনটি প্রশ্নের উত্তর এমপি আবুল কালাম।

ফজলে রাব্বির প্রশ্ন ছিল দয়ারামপুর-সোনাপুর রোড থেকে চাঁদপুর পর্যন্ত পাকা রাস্তাটি সংস্কার করা হবে কিনা। জবাবে এমপি আবুল কালাম খুব দ্রুতই সংস্কার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।

নাটোর জেলার অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত অন্য প্রশ্নটি করেন নিনাদ। এর জবাব ও আবুল কালাম অডিও বার্তার মাধ্যমে দেন।

নাটোরে খুন ও অজ্ঞাত পরিচয়ে লাশের তদন্ত বিষয়ে অন্য প্রশ্নটি করেন মোঃ সোহেল মাহমুদ। অডিও বার্তার মাধ্যমে এর জবাব দেন আবুল কালাম। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদৎ হুসেইন।

আমার এমপি ডট কমের মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা-সম্ভাবনার ব্যপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।