View Question 2942 views

Subject : নাটোরে মাদকমুক্ত সমাজ চাই

Avatar

Written By : অাবু সাঈদ

মাননীয় এমপি মহোদয় ,

সালাম ও শুভেচ্ছা নিবেন । একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । নাটোর জেলা বর্তমানে ব্যাপক মাদক সেবন হচ্ছে । সম্প্রতি নানা পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে লেখাও হয়েছে । এমনকি দেখা গেছে অনেক নারীও মাদক ব্যবসার সাথে জড়িত, পুলিশে ধরাও পরেছে । কিন্তু মাদক এর আগ্রাসন দিন দিন বেড়েই চলছে । আপনি কি এইগুলো দূর করতে কোন কোন ব্যবস্থা গ্রহন করেছেন বা করবেন ?

ধন্যবাদ 

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নাটোরের কয়েকজন নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ।প্রশ্নগুলো করেন নাটোরের নিনাদ, সুমন ইসলাম, অর্পণ ইসলাম ও আবু সাঈদ। অডিও বার্তার মাধ্যমে সবার উত্তর দেন এমপি আবুল কালাম।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হুসেইন

Avatar

Written By : অাবু সাঈদ

Public

ধন্যবাদ , মাননীয় এমপি ।

সাথে আমার এমপি ডট কম কে ধন্যবাদ এমন ভালো একটি উদ্যোগ নেয়ার জন্য ।

আমি নাটোর -১ এর এম্বাসেডর শাহাদাত ভাইকেও ধন্যবাদ জানাই