View Question 3167 views

Subject : নাটোর জেলায় টেলিটক নেটওয়ার্ক এর সমস্যা

Avatar

Written By : Sumon Islam

সম্মানিত এমপি মহোদয় ,

নাটোর বাসীর পক্ষে শুভেচ্ছা নিবেন । আমাদের নাটোর জেলায় দেশের একমাত্র সরকারি অপারেটর টেলিটক এর নেটওয়ার্ক খুবই খারাপ । শহরেও খুব ভাল নেট পাওয়া যায় না । দেশে সর্ব প্রথম থ্রীজি চালু করলেও আজ সবচেয়ে দুর্বল নেটওয়ার্ক টেলিটকের । অনেক গ্রাম আছে যেখানে টেলিটকের কোন নেটওয়ার্কই পাওয়া যায় না । যদিও যায় তা খুবই দুর্বল । নাটোর জেলায় টেলিটকের অবস্থা উন্নয়নে সরকার কি কোন পদক্ষেপ গ্রহন করবে কিনা তা আপনার কাছে জানতে চাই ? 

বিনীত ,

সুমন ইসলাম 

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নাটোরের কয়েকজন নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ।প্রশ্নগুলো করেন নাটোরের নিনাদ, সুমন ইসলাম, অর্পণ ইসলাম ও আবু সাঈদ। অডিও বার্তার মাধ্যমে সবার উত্তর দেন এমপি আবুল কালাম।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হুসেইন