View Question 3211 views
Subject : নাটোর জেলায় বিমান বন্দর চালু বিষয়ে
Written By : নিনাদ
মাননীয় ,
আমরা নাটোর জেলার বাসিন্দা শিল্প , সংস্কৃতি সব দিক থেকেই সমৃদ্ধ । নাটোর এ অবস্থিত সরকারের গণভবন । আমাদের নাটোর বাসীর আশা নাটোর জেলায় একটি বিমান বন্দর চালু হোক । উক্ত কাজটি সম্পূর্ণ করতে আপনি কি কোন পদক্ষেপ নিবেন কিনা ?
বিনীত ,
নিনাদ
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
আমার এমপি ডট কমের মাধ্যমে নাটোরের কয়েকজন নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ।প্রশ্নগুলো করেন নাটোরের নিনাদ, সুমন ইসলাম, অর্পণ ইসলাম ও আবু সাঈদ। অডিও বার্তার মাধ্যমে সবার উত্তর দেন এমপি আবুল কালাম।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হুসেইন