View Question 2853 views
Subject : মাননীয় এমপি সাহেব রাস্তা পাকার জন্য
Written By : Rabbi Khan
স্যার আমি অনেক আশা করি যে আমি যে গুলো লিখ ছি সে গুলো র দিকে দয়া করে তাকাবেন। আমি লালপুর থানার,দূয়ারিয়া ইউনিয়ার ৩ নাম্বার ওয়ার্ড এর একজন বাসিন্দা। আমাদের গ্রামে একটা কাচা রাস্তা আছে যা বর্ষার সময় অনেক কাদা হয় মানুষ এর চলাফেরায় খুব অসুবিধা হয়। আর ও অসুবিধা হয় বর্ষার সময় ছোট বাচ্চা দের স্কুলে যাই তে অনেক সমস্যা হয় এবং কৃষক দের ফসল বাচারে নিয়ে যাই তেও অনেক অসুবিধা হয়। মাননীয় এমপি সাহেব আপনি দয়া করে আপনি আমাদের গ্রাম এর মানুষ এর কষ্ট আর ছোট ছোট বাচ্চা দের কথা চিন্তা করে দয়া করে রাস্তা টা পাকা করে দেবেন।
গ্রাম এর পক্ষ থেকে
দূয়ারিয়া ইউনিয়ার এর ৩ নাম্বার ওয়ার্ড এর রামনারায়ন পুর গ্রাম এর পক্ষ থেকে
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
আমার এমপি ডট কমের মাধ্যমে কয়েকজন নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত আম চাষিদের সাহায্যার্থে কী পদক্ষেপ নেয়া হবে ও বাগাতিপাড়া লালপুরের রাস্তা উন্নয়ন প্রসঙ্গে দুটি প্রশ্ন করেন পল্লব কর্মকার। লালপুর থানার দূয়ারিয়া ইউনিয়নের এক বাসিন্দা রাস্তা পাকাকরণ প্রসঙ্গে ওপর একটি প্রশ্ন করেন। বস্ত্র প্রকৌশলী বিষয়ে অধ্যয়নরত নয়ন রায় নাটোরে টেক্সটাইল শিল্প গড়ে তুলতে উদ্যোগ নেয়ার জন্য আহবান জানান এমপি আবুল কালামের কাছে। সোহান নামে ঢাকা কলেজে অধ্যনরত এক ছাত্র ট্রেনের টিকেট ক্রয় বিক্রয়ে কালোবাজারিদের বিরুদ্ধে বেবস্থা নেয়ার আহবান জানান এমপির কাছে। অডিও বার্তার মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর দেন এমপি আবুল কালাম। এমপি আবুল কালামের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াগুলো সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বাসেডর শাহাদত হোসেইন।