View Question 3181 views

Subject : বস্ত্র শিল্প বিষয়ক প্রশ্ন

Avatar

Written By : Nayon RS

মহামান্য এমপি ,

শুভেচ্ছা নিবেন নাটোর বাসীর পক্ষ থেকে । স্যার বর্তমানে আমি বস্ত্র প্রকৌশলী বিষয়ে পড়াশুনা করছি । নাটোরেও একটি টেক্সটাইল ইন্সিটিউট প্রতিষ্ঠা হয়েছে সম্প্রতি । টেক্সটাইল বিষয়ক সকল মিল / ইন্ডাস্ট্রি সবকিছুই ঢাকাতে । এত মিলগুলো ঢাকায় কেন্দ্রীভূত হবার জন্য বহুবিধ সমস্যাও হচ্ছে । দেশের বৈদেশিক মুদ্রার ৮২% এখান থেকে আসছে । আমার মনে আমাদের উত্তর অঞ্চলে সেটা হতে পারে নাটরে টেক্সটাইল শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যদি কোন উদ্যোগ নেয়া হত তবে এই শিল্প আরও বিস্তৃত হত । আমার আনুরোধ সরকারের কাছে এই বিষয়ে আপনি একটি প্রস্তাবনা দিলে আমাদের উন্নয়নে আরও কিছুদূর এগিয়ে যাবো ।

বিনিত ,

নয়ন রায়  

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে কয়েকজন নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত আম চাষিদের সাহায্যার্থে কী পদক্ষেপ নেয়া হবে ও বাগাতিপাড়া লালপুরের রাস্তা উন্নয়ন প্রসঙ্গে দুটি প্রশ্ন করেন পল্লব কর্মকার। লালপুর থানার দূয়ারিয়া ইউনিয়নের এক বাসিন্দা রাস্তা পাকাকরণ প্রসঙ্গে ওপর একটি প্রশ্ন করেন। বস্ত্র প্রকৌশলী বিষয়ে অধ্যয়নরত নয়ন রায় নাটোরে টেক্সটাইল শিল্প গড়ে তুলতে উদ্যোগ নেয়ার জন্য আহবান জানান এমপি আবুল কালামের কাছে। সোহান নামে ঢাকা কলেজে অধ্যনরত এক ছাত্র ট্রেনের টিকেট ক্রয় বিক্রয়ে কালোবাজারিদের বিরুদ্ধে বেবস্থা নেয়ার আহবান জানান এমপির কাছে। অডিও বার্তার মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর দেন এমপি আবুল কালাম।

এমপি আবুল কালামের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াগুলো সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বাসেডর শাহাদত হোসেইন।