View Question 2904 views
Subject : মাধব বাড়িয়া ব্রিজ মেরামত জরুরি
Written By : অাবু সাঈদ
সম্মানিত এমপি স্যার ,
আমি আপনার কাছে একটি বিষয় নজরে আনতে চাই , আমাদের বাগাতিপাড়া উপজেলার , পোস্ট অফিসঃ সোনাপুর এরিয়ার ভাটোপাড়া মাধববাড়িয়া গ্রামে যে ব্রিজ টি রয়েছে তা আজ প্রায় ১০/১২ বছর ধরে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে । আপনার কাছে আমার আবেদন আপনি উক্ত ব্রিজটি পুনরায় নির্মাণে কোন উদ্যোগ নিলে বিশেষ কৃতজ্ঞ হব ।
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। তীব্র লোডশেডিং এর বিষয়ে একটি প্রশ্ন করেন হিমেল এবং মাধব বাড়িয়া ব্রিজ মেরামত প্রসঙ্গে অপর একটি প্রশ্ন করেন আবু সাঈদ। অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হুসেইন।