View Question 3000 views

Subject : রাস্তা সংস্কারে দুর্নীতি করা হয়েছে

Avatar

Written By : অাবু সাঈদ

এমপি মহোদয় ,

আমার সালাম নিবেন । আমার এমপি ডট কম এর মাধ্যমে ইতিপূর্বেও আমার এক প্রশ্নোর উত্তর প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই । আজ একটি দুর্নীতির বিষয়ে আপনার নজর আনতে চাই । তা হল বাগাতিপাড়া ,দয়ারামপুর , সোনাপুর পোস্ট অফিস এর অধিনে কলাবাড়িয়া গ্রামে আপনি যে রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন , সেই রাস্তায় গত মেম্বার এর সহযোগীটায় কিছু অংশ সংস্কার করা হয় । মানে ইট বিছানো হয় । সেখানে নাম ফলকে বদিয়ার রহমান এর বাড়ি থেকে নুরুল ইসলাম এর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এর কথা উল্লেখ আছে । কিন্তু রাস্তাটি মাত্র অর্ধেক করে ফেলে রাখা হয়েছে । বাকি অংশের কাজ আজো হয়নি । যা আগের মেম্বার নিজের পকেটে রেখেছে বলে আমাদের ধারণা । আপনি এই দুর্নীতির বিরুদ্ধে যদি কোন উদ্যোগ নিতে বলেন তবে কৃতজ্ঞ হব ।

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা দুটি প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। প্রশ্ন দুটি করেন বাগাতিপাড়া উপজেলার আবু সাঈদ। প্রথম প্রশ্নটি স্থানীয় চেয়ারম্যান জনসাধারনের জমি দখল করে নিজস্বার্থে রাস্তা নির্মাণ বিষয়ে এবং দ্বিতীয় প্রশ্নটি রাস্তা সংস্কারে দুর্নীতি প্রসঙ্গে। অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম প্রশ্ন দুটির জবাব দেন।