View Question 3337 views
Subject : নাটোর - বাগাতিপাড়া রোডে বাস সার্ভিস চালু
Written By : Ariful Islam
জনাব ,
আপনার কাছে একটি বিষয়ে আবেদন করতে চাই আর তা হল আপনি যদি নাটোর - দয়ারামপুর রোডে আগে একসময় বাস সার্ভিস ছিল । কিছুদিন পরেই আবার তা বন্ধ করে দেয়া হয় । ফলে আমরা শিক্ষার্থীরা সহ সকলকে অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকসময় যাতায়াত করতে হয় । আপনি যদি পুনরায় বাস সার্ভিস চালুর বিষয়ে কোন উদ্যোগ নিতেন তবে আমরা উপকৃত হব ।
বিনিত
আরিফুল
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
নাটোর - বাগাতিপাড়া রোডে বাস সার্ভিস চালু প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম এর জবাব দেন।