View Question 3030 views
Subject : স্থানীয় চেয়ারম্যান জনসাধারনের জমি দখল করে নিজস্বার্থে রাস্তা নির্মান বিষয়ে
Written By : অাবু সাঈদ
জনাব,
সালাম নিবেন। আমাদের বাগাতিপাড়া উপজেলার, ফাগুয়ারদিয়ার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাইন্ডিলপাড়া ও মহজমপুরে বিলের মাঝে জনগনের জমি দখল করে রাস্তা নির্মান অব্যহত রেখেছে স্থানীয় চেয়ারম্যান জহুরুল ইসলাম। তার শ্বশুড় শরীফ এর দীঘিতে যাতায়াতের কোন জায়গা না থাকায় তিনি বিলের মাঝে দিয়ে সরকারী কর্মসূচীর লোকজন দিয়ে রাস্তা নির্মান করছে। জনসাধারন বাধা দিলে সাময়িক বন্ধ রাখেন কাজ, পরে আবার চলছে। উল্লেখ্য, তিনি সরকারদলের বলে যা ইচ্ছা তাই করতে পারেন না। তাহলে জনগন পরবর্তী নির্বাচনে এর যথার্থ জবাব দেবে। আমার অনুরোধ আপনি নিজে উল্লিখিত স্থান স্বচক্ষে দেখুন, আর প্রশাসনকে ব্যবস্থা নিতে বলুন। আমরা আপনার নীতির প্রতিফলন দেখতে চাই।
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা দুটি প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। প্রশ্ন দুটি করেন বাগাতিপাড়া উপজেলার আবু সাঈদ। প্রথম প্রশ্নটি স্থানীয় চেয়ারম্যান জনসাধারনের জমি দখল করে নিজস্বার্থে রাস্তা নির্মাণ বিষয়ে এবং দ্বিতীয় প্রশ্নটি রাস্তা সংস্কারে দুর্নীতি প্রসঙ্গে। অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম প্রশ্ন দুটির জবাব দেন।