View Question 3157 views
Subject : তীব্র লোডশেডিং এর বিষয়ে
Written By : নিস্বার্থ এক হিমেল হাওয়া
জনাব ,
আমি নাটোর জেলার আপনার নির্বাচনী এলাকায় একজন বাসিন্দা । সম্প্রতি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি - ২ এর অধীনে সোনাপুর / মাধব বাড়িয়া / কলাবাড়িয়া এই অঞ্চলগুলোতে অসহনীয় মাত্রায় লোডশেডিং হচ্ছে । যা বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে যা বলে আসছে তার বিপরীত । আপনি যেহেতু আমাদের সংসদ সদস্য , সেহেতু আমরা এই পরিস্থিতি হতে মুক্তি পেতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ।
ধন্যবাদ ,
হিমেল
নাটোর
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। তীব্র লোডশেডিং এর বিষয়ে একটি প্রশ্ন করেন হিমেল এবং মাধব বাড়িয়া ব্রিজ মেরামত প্রসঙ্গে অপর একটি প্রশ্ন করেন আবু সাঈদ। অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হুসেইন।