View Question 3736 views

Subject : নাটোর জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা এর পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানতে চাই ।

Avatar

Written By : Shuvo Hasnat Nur

স্যার ,আমার থেকে সালাম নিবেন ।

আমি বর্তমানে দেশে যে বন্যার প্রকোপে রয়েছে তা নিয়ে খুবই উদ্বিগ্ন । নানা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই বন্যা গত ২০০ বছরের সবচেয়ে বড় বন্যা হতে পারে । আমাদের উত্তর অঞ্চলের বেশীরভাগ জেলা ধীরে ধীরে প্লাবিত হচ্ছে । সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যপক । আমাদের নাটোর জেলায় এখন পর্যন্ত যদিও বন্যার পানি প্রবেশ এখনো করেনি । আমরা সম্মিলিত ভাবে এই দুর্যোগ মোকাবিলা করতে চাই । এজন্য আমাদের জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা এর পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানতে চাই । 

-

Shuvo Hasnat Nur

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে কয়েকজন  শুভ হাসনাত নূর এর নাটোর জেলার দুর্যোগ ব্যবস্থাপনার পূর্ব প্রস্তুতি সম্পর্কিত এক  প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম ।