View Question 28774 views

Subject : রাস্তার বিষয়ে আবেদন

Avatar

Written By : সাদিয়া আফরিন জুই

প্রিয় এমপি স্যার ,

সালাম নিবেন।
আমি আপনার আসনের ৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের হাটদোল/শাতসৈল ওয়ার্ডের একজন বাসিন্দা।
আমাদের গ্রামের অল্প একটু রাস্তা(নোয়াখালী পাড়া থেকে ৬ষ্টগ্রাম কবরস্থান কোয়াটার কিলো, এবং হাটদোল কাদেরের বাড়ি থেকে ধুলাউড়ি রাস্তা পর্যন্ত কোয়াটার বা হাফ কিলো)রাস্তা পাকা করনের কথা শুনছি অনেক দিন থেকে।
কিন্তু যা এখনও শুরু হয়নি।
আপনার কাছে বিনিত নিবেদন এই যে উক্ত রাস্তাটুকু পাকা করন করলে অত্র এলাকার জনগণের অনেক উপকার হয়।
জননেত্রীর উন্নয়নে পরিপূর্ণ সফলতা আনতে আমাদের রাস্তাটুকুও যাতে অংশীদার হতে পারে সেজন্য আপনার কাছে সদয় মিনতি।
 
 
পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে জানতে চাই আমাদের রাস্তার কাজ কতদিনের ভেতরে শুরু হবে বলে মনে করেন??
 
- সাদিয়া আফরিন জুঁই 

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

ধন্যবাদ সাদিয়া আফরিন জুঁইকে প্রশ্নটি করার জন্য !

৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের হাটদোল/শাতসৈল ওয়ার্ডের নোয়াখালী পাড়া থেকে ৬ষ্টগ্রাম কবরস্থান কোয়াটার কিলো, এবং হাটদোল কাদেরের বাড়ি থেকে ধুলাউড়ি রাস্তা পর্যন্ত কোয়াটার বা হাফ কিলো)রাস্তা পাকা করনের বিষয়ে প্রশ্ন করেছেন । আমি সম্প্রতি উক্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ করেছি । রাস্তার কাজটিও সম্পন্ন হবে । আপনি যে রাস্তার কথা বলেছেন ঐ রাস্তাটি আমাদের উন্নয়ন তালিকাতে রয়েছে , পর্যায়ক্রমে আপনাদের রাস্তার কাজটিও সম্পন্ন হবে । এমনকি আপনাদের ওখানে যে প্রাইমারি স্কুল হবার কথা তাও অনুমোদন হয়েছে । আশা করি দ্রুত কাজ শুরু হবে ।

ধন্যবাদ প্রশ্নটি করার জন্য ।