View Question 29108 views
Subject : রাস্তার বিষয়ে আবেদন
Written By : সাদিয়া আফরিন জুই
প্রিয় এমপি স্যার ,
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
ধন্যবাদ সাদিয়া আফরিন জুঁইকে প্রশ্নটি করার জন্য !
৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের হাটদোল/শাতসৈল ওয়ার্ডের নোয়াখালী পাড়া থেকে ৬ষ্টগ্রাম কবরস্থান কোয়াটার কিলো, এবং হাটদোল কাদেরের বাড়ি থেকে ধুলাউড়ি রাস্তা পর্যন্ত কোয়াটার বা হাফ কিলো)রাস্তা পাকা করনের বিষয়ে প্রশ্ন করেছেন । আমি সম্প্রতি উক্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ করেছি । রাস্তার কাজটিও সম্পন্ন হবে । আপনি যে রাস্তার কথা বলেছেন ঐ রাস্তাটি আমাদের উন্নয়ন তালিকাতে রয়েছে , পর্যায়ক্রমে আপনাদের রাস্তার কাজটিও সম্পন্ন হবে । এমনকি আপনাদের ওখানে যে প্রাইমারি স্কুল হবার কথা তাও অনুমোদন হয়েছে । আশা করি দ্রুত কাজ শুরু হবে ।
ধন্যবাদ প্রশ্নটি করার জন্য ।