View Question 3428 views

Subject : সোনাপুর বাজারের সামনের ভাঙ্গা রাস্তা মেরামত বিষয়ে

Avatar

Written By : সাদিয়া আফরিন জুই

স্যার,

আমি এর আগের আমার এমপি ডট কম এর মাধ্যমে প্রশ্ন করে আপনার সঠিক উত্তর পেয়ে অত্যন্ত আনন্দিত! আজকে একটি বিষয়ে আপনার নজরে আনতে চাই, বাগাতিপাড়ার সোনাপুরে বাজারের অল্প একটু রাস্তায় কিছুদিন পরপর গভীর ক্ষতের সৃষ্টি হয়। ঈট বিছানো হলে কদিন পরেই তা উঠেই আগের মতো অবস্থার সৃষ্টি করে। যা চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তার অংশ। এ রাস্তা সঠিকভাবে  মেরামত করতে আপনার নির্দেশ বা সাহায্য কামনা করছি!

আপনাকে ধন্যবাদ

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

সাদিয়া আফরিন জুঁইকে আন্তরিক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমার এম্বাসেডর কিছুদিন আগে সোনাপুর বাজারের নিকটবর্তী ভাঙ্গা রাস্তাটি সম্পর্কে আমাকে জানিয়েছেন, আপনি জেনে খুশি হবেন যে, রাস্তাটি মেরামতের কাজ কিছুদিন আগে শুরু হয়েছে।

আপনাকে ধন্যবাদ।