View Question 3642 views
Subject : আগামী নির্বাচনে আমাদের বাগাতিপাড়া লালপুরে আপনার কর্মকাণ্ড সম্পর্কে
Written By : Sohel Rana
স্যার,
আমি আপনার নির্বাচনী আসনের একজন নাগরিক । আমি আপনার মত একজন কর্মঠ এমপি পেয়ে খুবই গর্বিত । আপনার সারাদিনের সকল কার্যক্রম ফেসবুকে দেখে থাকি । খুব কম এমপি মহোদয় আছেন যারা এমন কর্মঠ । আপনি এবার প্রথম এমপি হয়েছেন এবং মানব সেবায় কাজ করে চলছেন । আগামী নির্বাচনে জয়লাভ করলে আমাদের আসনে কি কি উন্নয়ন / পরিবর্তন আনবেন ? একজন সাধারণ নাগরিক হিসাবে এটিই আমার জিজ্ঞাসা ।
আপনাকে অগ্রিম ধন্যবাদ
সোহেল রানা
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
আগামী নির্বাচনে জয়লাভ করলে বাগাতিপাড়া লালপুরে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর - ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম এমপি।
এলাকাবাসীর পক্ষে এ প্রশ্নটি করেন সোহেল রানা। এপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হোসাইন।
এক অডিও বার্তায় এমপি বলেন-