View Question 4209 views

Subject : ইয়াবার উপদ্রুপ কমাতে আপনার হস্তক্ষেপ কামনা

Avatar

Written By : Sohel Rana

স্যার, 

আমি বাগাতিপাড়া এলাকার একজন বাসিন্দা ।  একটি বিষয় আপনার নজরে আনতে চাই , তা হলো - আমাদের গ্রামে বিশেষ করে, দয়ারামপুর, সোনাপুর, ভাটোপাড়া, মাধব বাড়িয়া এলাকায় ইদানিং ইয়াবা সেবীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে । এমনকি প্রত্যন্ত গ্রামেও । গ্রামে পুলিশ সহজে আসে না বলে বিনাবাধায় এমন কার্যক্রম চলছে । উল্লেখ্য , এখানে স্থানীয় অনেক উঠতি বয়সী রাজনৈতিক তরুণদের বেশি দেখা যায় । এক্ষেত্রে আপনার জরুরী পদক্ষেপ আশা করি ।

অগ্রিম ধন্যবাদ 

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

মরনঘাতী নেশা ইয়াবা আক্রান্ত যুব সমাজকে রক্ষায় এমপির হস্তক্ষেপ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর -১ আসনের মাননীয় এমপি মোঃ আবুল কালাম।

এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন সোহেল রানা। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হোসাইন।

এক অডিও বার্তায় এমপি বলেন।