Ambassador
View Question 4773 views
Subject : সিরাজগন্জ শহর থেকে কড্ডার মোড় পর্যন্ত রাস্তার সংস্কার প্রসঙ্গে।
Written By : Md. Abdur Rahim Arif
মাননীয় এম,পি মহোদয়, সিরাজগঞ্জ-২
আস্সালামুআলাইকুম.
আপনার মত সৎ, উদ্দমী, মেধাবী, জনদরদী, পরিশ্রমী ও নিরাহঙ্কার জন প্রতিনিধি পেয়ে আমরা সিরাজগঞ্জবাসী গর্বিত। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দবাসী সর্বদা মহান আল্লাহ তায়ালার কাছে আপনার, আপনার দুই ছেলে সহ পরিবারের সকলের সু-সাস্থ ও দীর্ঘ আয়ু কামনা করে।
প্রীয় মহদয় , সিরাজগন্জ শহর থেকে কড্ডার মোড় পর্যন্ত রাস্তার বর্তমান বেহাল অবস্থা সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। শহর থেকে কড্ডার মোড় যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে আপনার গৃহীত পদক্ষেপ সম্পর্কে সবিনয় জানতে চাই
বিনিত অনুরোধ ক্রমে-
সিরাজগঞ্জ শহর বাসীর পক্ষে,
এ আর আরিফ , ভিক্টোরিয়া স্কুল রোড, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
Written By : Md. Habibe Millat -মোঃ হাবিবে মিল্লাত
সিরাজগন্জ শহর থেকে কড্ডার মোড় পর্যন্ত রাস্তার সংস্কার প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিলেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য Md. Habibe Millat MP -মোঃ হাবিবে মিল্লাত এমপি । এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমারএমপি ডট কমের এম্বাসেডর Md. Iqramul Islam Swapon ।