View Question 3815 views
Subject : বিমান বন্দর চালু করন প্রসঙ্গ
Written By : Sm Reza
মাননীয় এমপি মহোদয়,
আপনার জন্য আমরা গর্বিত। আপনার অবদান ঠাকুরগাও আজীবন স্মরন রাখবে। স্বাধীনতার পর এই রকম উন্নয়ন হয়নি যা আপনার আমলে হয়ছে। এখন ঠাকুরগাও বাসির প্রানের দাবী অতি দ্রুত পরিত্যাক্ত বিমান বন্দরটি পুনরায় চালু করা হউক।
বিনীত,
এস এম রেজা
Written By : Ramesh Chandra Sen -রমেশ চন্দ্র সেন
ধন্যবাদ সেলিম রেজাকে তার মূল্যবান প্রশ্নটি করার জন্য তার সাথে ধন্যবাদ জানাই আমারএমপি ডট কমকে, জনগনের সাথে যোগাযোগের এতো সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করার জন্য। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর চলতি বছরের এপ্রিল মাসে ঠাকুরগাঁও সফরে আসার কথা আছে। ঠাকুরগাঁও এ জনসভায় তিনি এটি ঘোষণা দিতে পারেন, কবে বিমান বন্দরটি চালু হতে পারে।