Alhaj Md. Dabirul Islam -আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম
MP
Thakurgaon-2 , Thakurgaon
Bangladesh Awami League
Ambassador
View Question 3411 views
Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!
Written By : AmarMP Admin
মাননীয় এমপি মহোদয়,
আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।
বিনীত,
আমার এমপি ডট কম কর্তৃপক্ষ।
Written By : Alhaj Md. Dabirul Islam -আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার এমপি ডটকম এর কর্তৃপক্ষকে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এত সুন্দর একটি কার্যক্রম পরিচালনা করার জন্য।
আমার এমপি ডটকম কর্তৃপক্ষের করা প্রশ্নের উত্তর।
নির্বাচনী এলাকায় ১০টি উন্নয়ন মূলক কাজের বিবরণঃ
১। প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।
২। স্কুল ও কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
৩। মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
৪। শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
৫। আমার পিতা শহীদ আকবর আলীর নামে শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের স্থাপন ও অন্যান্য মহাবিদ্যালয়ে অনার্স কোর্স/পাস কোর্স চালু করণ-স্কুল থেকে কলেজে রুপান্তরিত করা হয়েছে।
৬। বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে।
৭। বালিয়াডাঙ্গী ও হরিপুর উপরেজলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং মসজিদ, মন্দির, গীর্জা ও ওযুখানা নির্মান করা হয়েছে।
৮। বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও আধুনিক ডাক বাংলা নির্মাণ, ইউনিয়ন পরিষদ ভবন এবং খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে।
৯। বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে।
১০। পাকা রাস্তা ও তীরনই এবং নহনা নদীর উপর (ডাঙ্গী নয়া হাট ব্রীজ, কুশলডাঙ্গী ব্রীজ, জাউনিয়া ব্রীজ, ভূপালের হাট ব্রীজ, কাশুয়া পুলহাট ব্রীজ, চাড়োল পরদেশী পাড়া ব্রীজ, হরিপুর উপজেলার যমুন খালের উপর ব্রীজ) কালভার্ট নির্মাণসহ আরো অন্যান্য অনেক উন্নয়ন করা হয়েছে।
২ বছরের মধ্যে উন্নয়ন পরিকল্পণা নিম্নরুপঃ
১। নির্বাচনী এলাকায় স্কুল ও কলেজ জাতীয়করণ/বিশ্ববিদ্যালয় স্থাপন।
২। সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ এবং গচঙ ভূক্তি কর।
৩। নির্বাচনী এলাকায় প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করণ ও সোলার প্যানেল স্থাপন।
৪। নির্বাচনী এলাকার সকল রাস্তা-ঘাট, বালিয়াডাঙ্গী হাসপাতাল সংলগ্ন তীরনই নদীর উপর ৮০ মিটার ব্রীজসহ, কালভার্ট নির্মাণ ও রাণীশংকৈল উপজেলা হতে হরিপুর পর্যন্ত দুই ল্যানের রাস্তা নির্মাণ।
৫। নির্বাচনী এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়ন করণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।
৬। নির্বাচনী এলাকার প্রত্যেক উপজেলায় মডেল কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণের পরিকল্পণা গ্রহণ।
৭। বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহাসিক সুয্যাপুরী আম গাছকে পর্যটনের আওতায় অন্তভূক্ত করে বালিয়াডাঙ্গী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
এছাড়াও আরো অথ্যনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনাসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে।