View Question 2319 views

Subject : হরিপুরে মাদক নির্মূল করার জন্যে

Avatar

Written By : Kamruzzaman

যতই দিন যাচ্ছে ততই দেখি মাদকের দিকে উঠতি বয়সের ছেলে রা এর দ্বারা  প্রভাবিত হচ্ছে । 

আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করলেও তেমন  কার্য্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যার্থ হচ্ছে ।। আমি বিশ্বাস করি পুলিশ ইচ্ছা করলেই তা করতে পারে ।। কিন্তু প্রশাসন কেনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতেছেনা ???

আমাদের এলাকার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাবেন না, যেখানে রাতের বেলায় মাদক সেবন করে না । 

এখন আমার প্রশ্ন হলো... আমরা কতো দিন পর আমাদের এলাকাকে মাদক মুক্ত এলাকা হিসাবে দেখতে পাবো ।